কোটা সংস্কার আন্দোলনের দাবিতে নিহতদের গায়েবানা জানাজা ঘিরে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উত্তাল হয়ে উঠেছে। বুধবার বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জানাজা শেষে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওনা দেয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলি ছোড়ে পুলিশ।
সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে শিক্ষার্থীদের। গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায় বলে জানায় শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা অনুষ্ঠিত হয়। ভিসি চত্বরে কফিন রাখা হয়। তাতে লাল সবুজের পতাকা দেয়া হয়। শিক্ষার্থীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্লোগান দেন। এ সময় ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
এছাড়া তারা হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘হল আমাদের বাড়িঘর, হল আমরা ছাড়ব না’ স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ, হামলায় ৬ জনের মৃত্যু হয়।
এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৩ জন, ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ২ জন, ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হন।