রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার

মুলতানি মাটি হলো বিশেষ একধরণের কাদা মাটি যা পৃথিবীর কিছু জায়গায় প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়। রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার প্রাচীন কাল থেকে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। আজকে আমরা আলোচনা করব রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে। 

রুপচর্চায় মুলতানি মাটির উপকারিতা

রোদে পোড়া ভাব দূর করতে মুলতানি মাটি ম্যাজিকের মতো কাজ করে এছাড়াও ব্রণ হওয়ার পর ত্বকে ছোট ছোট গর্ত দেখা দেয় তা রিমুভ করতে কার্যকরী মুলতানি মাটি। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে মুলতানি মাটি দারুণ কাজ করে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ত্বককে টান টান রাখতে এবং ত্বকের বলিরেখা দূর করতে মুলতানি মাটি কার্যকর ভুমিকা রাখে। মুলতানি মাটি ত্বকের রক্তপ্রবাহ বৃদ্ধি করে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকে ব্রণ সহ অনেক সমস্যা দেখা দেয় তাই ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি। 

মুলতানি মাটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে।

মুলতানি মাটি সবথেকে বেশি কার্যকরী ত্বককে পরিষ্কার রাখতে, ফলে ত্বকে ফিরে আসে উজ্জ্বলতা। 

রুপচর্চায় মুলতানি মাটি ব্যবহারের নিয়ম 

ত্বকের তেলতেলে ভাব দূর করতে মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে দিন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন। তারপর হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর করতে নিম পাতার পেস্ট এর সাথে মুলতানি মাটি মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে পারেন। 


ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে কাজুবাদাম বাটা ও গ্লিসারিন এর সাথে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখের ত্বকে স্ক্রাব করতে পারেন।

চোখের চারপাশের কালো ছোপ দূর করতে মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান।

হাত এবং পায়ের রং উজ্জ্বল করতে মুলতানি মাটির সাথে বেসন ও কাঁচা হলুদের  পেস্ট মিশিয়ে হাত এবং পায়ে লাগিয়ে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *