পানাম নাগার ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও এ। ঈসাখাঁর আমলে বাংলার রাজধানী ছিল এই পানাম নগর। বিশ্বের ১০০ টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি এই পানাম সিটি। ভূঁইয়াদের শাসন আমলের ইতিহাস জড়িয়ে আছে এখানে। প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই নগরী। একপাশে মেঘনা আর একপাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। আর এই নদী পথ দিয়েই দেশ-বিদেশ পন্য আমদানী রপ্তানি হত। আর তাই এখানে ধীরে ধীরে গড়ে উঠেছিল অসংখ্য নান্দনিক স্থাপনা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, নাচ ঘর, খাজাঞ্চিখানা, টাকশাল, দরবার কক্ষ, প্রশস্ত দেয়াল, ভোজনালয়, বিচারালয়, প্রমোদ কুঞ্জ ইত্যাদি। স্থাপনাগুলোতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ করা যায়। বর্তমানে এখানে রাস্তার দুধারে 50 এর অধিক স্থাপনা আছে। সেই আমলে গরেউঠা এই স্থাপনাগুলোর নির্মানশৈলি দেখে দেশি ও বিদেশি পর্যটকেরা এখোনো অবাক হন।
পানাম সিটি কখন যাবেন?
এখানে বছরের যেকোন সময়ে যেতে পারেন। প্রতি রোববার সারাদিন ও সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকে। তাছাড়া অন্যন্য ছুটির দিনে জাদুঘর বন্ধ থাকলেও পানাম নগর খোলা থাকে।
পানাম সিটিতে যা যা দেখবেনঃ
লোকশিল্প জাদুঘর, বড় সরদার বাড়ি, জয়নুল আবেদিন সৃতি জাদুঘর, এখানে আরো আছে সুবিশাল লেক এবং তাতে রয়েছে নৌকা চরার সুযোগ। তারপর চলে যাবেন পানাম নগরে এখানকার প্রাচিন ভবনগুলো দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন সেই মুঘলীয় শাসন আমলে। যখন এখান থেকেই রাজকার্য পরিচালনা করা হত। এ ছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ঈসা খাঁ ও তাঁর ছেলে মুসা খাঁর প্রমোদ ভবন, ফতেহ শাহের মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল, চিলেকোঠাসহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্ববহ স্থাপনা।
পানাম সিটি কিভাবে যাবেন?
গুলিস্তান থেকে স্বদেশ ও দোয়েল বাস এ সোনারগাঁও এর মোগরাপাড়া বাসস্ট্যান্ড এ নেমে বাম পাশেই অটোতে প্রথমে যাবেন লোকশিল্প জাদুঘর ওখানে ঘুরে আবার অটোতে চলেযেতে পারবেন পানাম সিটিতে।
এছাড়াও যাত্রাবাড়ী, চিটাগাং রোড, কাচপুর থেকেও অনেক বাস মোগরাপাড়া বাসস্ট্যান্ড হয়ে যায় সেগুলোতেও আসতে পারেন।
অথবা ঢাকা বা তার আশপাশ থেকে নিজস্ব পরিবহন বা ভাড়া গাড়ি রিজার্ব করেও যেতে পারেন।
পানাম সিটিতে কোথায় খাবেনঃ
ওখানে খুব উন্নতমানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট নেই, তবে মোটামুটি মানের বেশ অনেকগুলো খাবার হোটেল ও রেস্তোরা আছে যেগুলো থেকে খুদা নিবারন করতে পারবেন।
সতর্কতাঃ পানাম নগরির ভবনগুলো অত্যন্ত পুরোনো হওয়ায় এগুলোর উপরে উঠার চেস্টা না করাই উত্তম।