বঙ্গোপসাগর ভর্তি জেলিফিস | ভয়ংকর একটা অবস্থা

গত ২ মাস ধরে বঙ্গোপসাগর ভর্তি জেলিফিস এ। এতে করে আমাদের সাগরের মাছগুলো একদমই পাওয়া যাচ্ছে না।

সাধারণ শীতকালে আমাদের সাগরের লবনাক্ততা বেড়ে যায়।এর মূলকারন নদীর পানি শুকিয়ে যায় পর্যাপ্ত মিষ্টি পানি সাগরে যায় না। এতে করে গভীর সাগরের লবনাক্ত পানি আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসে। আর এই পানির সাথেই আসে মাইগ্রেডেড ফিস ও জেলিফিস। জেলি ফিস থাকলে ওই সব জায়গায় মাছ একদম কমে যায়।

আর এটা কিন্তু একদিনে হয় নি। দিন দিন আমাদের সাগরের লবনাক্ততা বাড়ছে।

যেমন গত বছরও এই সময় প্রচুর জেলিফিস এসেছিলো কিন্তু এ বছর ভয়াবহ অবস্থা।

যেখানে ট্রলিং করা হচ্ছে জাল ওঠালেই জাল ভর্তি জেলিফিশ। অন্যান্য মাছ একদম কম।

জাহাজ গুলোর প্রতিদিনের খরচ ( জাহাজের ধরন অনুযায়ী) ৩-১০ লাখ টাকার মতো। অবিশ্বাস্য হলেও সত্যি এক একটা ভয়েজে ১ থেকে ২ কোটি টাকা শুধু খরচই হয়।

বড় জাহাজগুলো খরচ পোষাতে না পেরে চট্টগ্রাম চলে আসছে।

এখন এটা থেকে উত্তোরনের উপায় প্রচুর বৃষ্টি হতে হবে, মিষ্টি পানি সাগরে নামতে হবে।

এখন আর ও বড় ঝামেলা হলো আমাদের নদীতো সব দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাহলে??

যাই হোক আল্লাহ ইনশাআল্লাহ রহম করবেন।

সংগৃহীতঃ Mr.Fisher

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *