অপূর্ব সম্পর্কে চয়নিকা চৌধুরীর মন্তব্য

কাউকে ছোট করে, অসম্মানিত করে কেউ কখনই বড় হতেই পারেনা কোনদিন না। ফেইসবুকে প্রকাশ্যে তো অবশ্যই নয়।আর ফেইসবুক কখনই আদালত না যে এইখানেই সবকথা বলতে হবে,বিশেষ করে নেগেটিভ কথা।প্রহেলিকার মত বলতেই চাই,”চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না।”

আর ইন্ড্রাষ্ট্রি কখনোই একা একা এগোয়না।সব্বাইকে নিয়েই সামনে এগোয়।আর অপূর্ব এর ১৬/১৭ বছরের ক্যারিয়ার টানা ধরে রাখাও এমনি এমনি হয়নি।

পাশাপাশি এও বলতে চাই,আমার খারাপ সময়ে বা দু:সময়ে কে আমার পাশে থাকলো না,তা আমি মাথায় রাখিনা কখনই।বরং আমার প্রিয়জনদের জন্যে শুভ কামনা আমার মন থেকে সবসময় আসে।

কেউ যখন নিজ গুণে প্রশংসনীয় কিছু করে ফেলে তখন কিছু মহল তাকে নীচে নামানোর জন্যে ব্যাস্ত হয়ে যায়।সেটা ঈর্ষার জায়গা থেকে।নিজের ক্যারিয়ারের জায়গা থেকে খুব ভালো করেই তা বুঝেছি।

কিছু মানুষ আবার খারাপ কিছু শেয়ার দিতে,কপি পেষ্ট করতে, মেসেঞ্জার চালাচালি করতে ব্যাস্ত হয়ে যায়।অইসবের আবার ভিউ অনেক।খারাপ কিছুতেই তাদের আগ্রহ বেশি।কিন্ত দিন শেষে,সময় সত্যিটাই বলে।আর ভালো কাজের কথাই মানুষ মনে রাখে।মাঝে মাঝে অবশ্য এতে করে ততদিনে দর্শক ভুল বুঝে ফেলে।

দুইদিন ঢাকার বাইরে ছিলাম পারিবারিক কাজে।ফিরে এসে মধ্যরাতে অপূর্ব এর নিউজ চোখে পড়লো।ভালো লাগলো না।খুব কষ্ট লাগলো।নিজেরা বসে কথা বলে যা সমাধান করা যায়,তা এতদূর অবধি রাস্তায় নেমে যাওয়াটা খুবই অসুন্দর হয়েছে।একদম ভালো লাগেনি।একদম না।কারণ, দিন শেষে সবাই আমরাই।

ভালোবাসার নাটক/টেলিফিল্ম/ সিনেমা নির্মাণ অনেক কঠিন।কিন্ত সবচেয়ে কঠিন হচ্ছে রোমান্টিক চরিত্রে অভিনয় করা,রোমান্টিক নাটক/ সিনেমা বানানো।

আমি ১০০% কনফিডেন্ট এবং নির্দ্বিধায় বলতে পারি,আফজাল হোসেন,মাহফুজ আহমেদ এর পর এই জেনারেশনের ভিতর এই সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং অভিনয়টা বেষ্ট যে করতে পারে সে হচ্ছে Ziaul Faruq Apurba

এক্সপ্রেশন হোক,ভয়েস মোডিওলেশন হোক,বডি ল্যাংগুয়েজ হোক,কিংবা অন স্ক্রিন একটা ম্যাজিক্যাল মোমেন্টস তৈরী করাতে ও শীর্ষে।

ওর বেষ্ট কোয়ালিটিটা হচ্ছে যে,

He Believes in continuous self improvement.

একটি দক্ষ চোখ ওর কাজ গুলো একদম শুরুর থেকে ইয়ার বাই ইয়ার ফলো করলেই খুব সহজেই বুঝতে পারবে যে, প্রতি বছর ও নিজেকে কতটাই improve করেছে।

২০০৬ থেকে আমি ওকে দেখেছি অনেক কাছের থেকে। এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি কাজ করেছি একসাথে।

আমি খালি নাটক/ টেলিফিল্ম/ সিনেমা নির্মাণ করি তাই শুধু না।আমি বাংলা নাটক / টেলিফিল্ম / সিনেমার ফ্যান।তাই আমি অবশ্যই অভিনয়শিল্পী অপূর্ব এর মহাফ্যান।

And Since He is a Perfectionist। I am Extremely Happy when I realise that The Best of Apurba is yet to come because He wll continue improve for his fans.

অপূর্ব এর মত Versatile, Talented এবং Powerful Actor হাতে গোনা খুব খুব খুব কম আছে।

একটা কথা না বললেই না।

অপূর্ব ওর Acting Career এর শুরু থেকেই শিখতে ভালোবাসে। সে যখন যত Experienced Actors দের সাথে কাজ করতো, সবার থেকেই কিছু শেখার আগ্রহ রাখত।ইভেন স্যুটিং এর পর সে এডিটিং প্যানেল এ চলে যেতো এবং বসে থেকে দেখতো আর নোট নিত কোথায় তার Improve করার Scope আছে।

এখন যখন শুনি,New এবং Upcomming Actor দের স্যুটিং এর সেটে অপূর্ব নিজে তাদের অভিনয়ের ক্ষেত্রে গাইড করে,তখন সত্যি অনেক ভালো লাগে।

অপূর্ব তার কাজের ক্ষেত্রে অনেক অনেষ্ট এবং পরিশ্রমী।ক্যারিয়ারের সামনের পথ কাজের মাধ্যমেই সে ধরে রেখেছে।এবং সবকিছুর জবাব সে সময় মতই দেবে।তার দর্শক তাকে বুক ভরে ভালোবাসে।ভালোবাসে তার সত্যিকারের কাছের মানুষরা।

অপূর্ব এর পাশে সবসময় ছিলাম মন থেকে।এখনো তার পাশেই আছি।আর আমি পরিচালক এবং মানুষ হিসাবে তাকে কোন স্বার্থ ছাড়াই ভালোবাসি।কারণ,সে ভালোবাসার মানুষ।

চলচ্চিত্র ও নাট্যনির্মাতা
চয়নিকা চৌধুরী

১৫/০৩/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *