চট্টগ্রামের “ও আর নিজাম রোড” আমরা সকলে কম বেশি চিনি। কিন্তু আপনি কি জানেন- কার নাম অনুসারে এই রাস্তার নাম “ও আর নিজাম রোড হয়েছিল”? অথবা কে এই ও আর নিজাম বা ওবায়দুর রহমান নিজাম?
চলুন জেনে নেয়া যাক—–
চট্রগ্রামের “ও আর নিজাম রোড” ওবায়দুর রহমান নিজাম (১৯০২-১৯৭০) এর নামে, যিনি “ও আর নিজাম” নামে পরিচিত। তিনি প্রায় ১৫ বছর চট্টগ্রাম সিটির মেয়র ছিলেন। এ সময় এই পদটি নির্বাচিত একটি পদ চট্টগ্রাম পৌরসভার “ভাইস চেয়ারম্যান” হিসাবে ডাকা হত। রাস্তাটি জাকির হোসেন রোড থেকে শুরু হয়ে পাঁচলাইশ থানায় শেষ হয়৷ এটি প্রধানত দোকান, ক্লিনিক এবং আবাসিক ভবন হোস্ট করে৷ এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন যেমন মসজিদ এবং বিদ্যালয়ের কাছাকাছি যায়|
ও আর নিজাম ১৯০৩ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ নামক গ্রামে জন্ম গ্রহন করেন৷ চট্টগ্রাম পৌর উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজে পড়ালেখা শেষ করে তিনি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্যের গ্লাসগোতে গমন করেন। ১ম বিশ্ব যুদ্ধের পর জীবনের তাগিদে ও আর নিজাম তার পরিবারের সাথে রেঙ্গুন (মায়ানমার) চলে যান সেখান থেকে তিনি সিংঙ্গাপুর যান।
তিনি নিজের কর্মদক্ষতা দিয়ে সারাওয়াক রাজ্যে(বর্তমান মালয়েশিয়ার একটি প্রদেশ) বোর্নিও কোম্পানি লিমিটেড এর পরিচালক হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সারাওয়াকের পক্ষে সম্মুখ যুদ্ধে অংশ নেন। যুদ্ধের পর জাপান সারাওয়াক দখল করে নিলে ও.আর নিজাম গ্রেফতার হয়ে কারা অন্তরিন থাকেন। জেল থেকে মুক্তি দিয়ে দখলদার জাপানীরা তাকে সারাওয়াকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। কিন্তু কিছুদিন পর তিনি অন্যের অধীনে না থেকে নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন৷
১৯৪৮ সালে নিজ দেশে ফিরে তিনি চট্টগ্রামে গ্রাহাম ট্রেডিং কোম্পানির ম্যানেজার হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি টার্নার গ্রাহামস, রবিনসন ফুডস এর চেয়ারম্যান ছিলেন। তিনি পাকিস্তান সংবিধান প্রণয়ন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালে প্রথম বাঙালি উদ্যোক্তা হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক যা বর্তমান পূবালী ব্যাংক। চট্টগ্রামের টেরীবাজার থেকে শুরু করে কিছুদিন পর আগ্রাবাদ সাত্তার চেম্বারে প্রধান কার্যালয় করা হয়। ও.আর নিজাম ১৯৬০ সাল থেকে ১৯৭০ মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।
১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার প্রতিষ্ঠিত ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসে নাম দেয়া হয় “পূবালী ব্যাংক” । ১৯৮৩সালে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়া হয় এই ব্যাংকের নিয়ন্ত্রণ। সেই থেকে ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতিতে আজ অবদি পূবালী ব্যাংক মানুষের আস্থায় ১৯৫৯ থেকে ২০২৪ পর্যন্ত ৬৫ বছর অতিক্রম করেছে।
তথ্য সূত্র: O.R. Nizam Memorial Trust
সংগৃহীত সৌজন্যে : Khaled’s Vlog.
আরো পড়ুনঃ মসজিদ উল আকসা ও ফিলিস্তিন সম্পর্কে হযরত মোহাম্মদ সাঃ এর বাণী
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.