ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

কোটা সংস্কার আন্দোলনের তোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন। ঢাবির হলে আর ছাত্র রাজনীতি চলবেনা মর্মে হল প্রভস্টদের বিব্রিতি ছরিয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ পর্যন্ত শহিদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, হাজি মোহাম্মদ মহসিন হল, কুয়েত মৈত্রি হল, জহুরুল হক হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা এসেছে।

মঙ্গলবার রাত থেকে এ ঘোষণা আসতে শুরু হয়। জানা যায় রাত একটার দিকে শিক্ষার্থিদের তোপের মুখে রোকেয়া হলের প্রভোস্ট ড. নিলুফার পারভিন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিব্রিতি দেন।

বিবৃতিতে উল্লেখ ছিলো আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭ জুলাই ২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে সকল ধরণের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হল। কোন ধরনের পলিটিকাল রুম বা গন রুম থাকবে না। কোন ধরণের রাজনৈতিক কর্মকান্ড চলবে না।

উক্ত বিবৃতিতে আরো বলা হয়, আমরা মেয়েরা যদি এসব দলের দ্বারা কোন ক্ষতিগ্রস্থ হই তাহল এর দ্বায় ভার প্রশাসন ও হল প্রভস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হল।

এর পর থেকে উল্লেখিত হলগুলো থেকে একি বিবৃতি আসতে থাকে। লেখা ভিন্ন হলেও উদ্দেশ্য এক ছিল। এছাড়া হল থেকে বহিরাগত ও অছাত্রদের বের করার কথাও লেখা ছিল বিবৃতিতে। মেধার ভিত্তিতে সিট বন্টনের কথাও উল্লেখ ছিল এখানে।

এর পর বুধবার সকাল থেকে হলগুলোর নিয়ন্ত্রন হারাতে থাকে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মিদের বের করে দিতে থাকে শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাতে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি পৃথা ও এবং সাধারণ সম্পাদক আতিকাকে হল থেকে বের করে দেয়ার একটি ভিডিও ছরিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর পর থেকেই গা ঢাকা দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মিরা। এছাড়া আন্দোলনকারিদের উপর হামলাকারি ছাত্রলীগের রুম ভাংচুর করা হয়। আরো ভাঙ্গচুর করাহয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালি ইনানের কক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির শয়ন ও সাধারন সম্পাদক তানভির হাসান সৈকতের কক্ষ ও ভাংচুর করা হয়।

তথ্যঃ https://www.youtube.com/watch?v=QogcDrGv240

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *