জিন্দাপার্ক রুপগঞ্জ-নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দাউদপুর এলাকায় ১০০ একরের বেশি জায়গা জুড়ে গরে তোলা হয়েছে এই জিন্দা পার্ক। কতৃপক্ষ চেস্টা করেছে এটাকে যতটা সম্ভব প্রকৃতি নির্ভর রাখতে। এখানে প্রায় 250 প্রজাতির ১০ হাজারের উপরে গাছ আছে। তাই পুরো জায়গাটাই ছায়া ঘেরা। আরো আছে 5 টা পুকুর যেখানে খেলা করে মাছ আর হাঁস। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর ফুল-ফল চোখে পরবে। প্রকৃতিপ্রেমিদের জন্য খুবি পছন্দের যায়গাটা। 

এটি মুলত ১৯৮০ সালে নেয়া ঐ গ্রামের 5000 সদস্যের সংগঠন “আগ্রপথিক পল্লি সমিতির” একটা অসাধারণ উদ্যোগ। যা তারা ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছেন। তাদের মাধ্যমে এই পুরো গ্রামটি হয়েছে পরিকল্পিত ও সুন্দর। ঢাকার খুব কাছে প্রিয়জনদের নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য জিন্দা পার্ক বা জিন্দাগ্রাম চমৎকার একটা জায়গা। 

জিন্দাপার্কে কখন যাবেন?

জিন্দা পার্ক বছরের যেকোন সময় ই যেতে পারেন। এটি সপ্তাহের ৭ দিন সকাল ৭  টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এখানে রাত্রিযাপনের কোন ব্যবস্থা নেই। 

জিন্দাপার্কে উপভোগ্য বিষয়

সবুজে ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এখানকার লেক বা পুকুরে নৌকা চরার সুযোগ। নান্দনিক স্থাপত্যশৈলির মাধ্যমে তৈরি স্কুল, মসজিদ, লাইব্রেরি ও নানান রকম গাছের পরিচয়। আরো আছে গাছের উপরে টং বা মাচা যেখানে বসে সময় কাটাতে পারবেন। এছড়াও এখানে খাবারের সুব্যবস্থা ও আছে।

@soroar4g

জিন্দা পার্ক ঢাকার কাছেই নারায়নগঞ্জ এর রুপগঞ্জ এর অসাধারন একটি গ্রাম। যা এখন মানুষ টাকা দিয়ে টিকেট কেটে দেখতে যায়। #naturebeauti #beautiofnature

♬ original sound – Soroar Hossen Sobuj – Soroar Hossen Sobuj
মন্মুগ্ধকর জিন্দাপার্ক

জিন্দাপার্কে যাওয়ার উপায়

ঢাকা থেকে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের রেললাইনের পাশের রাস্তা থেকে বি আর টিসির বাস এ কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসবেন। এটি পূর্বাচল ৩০০ ফিট হয়ে আসে। কাঞ্চন ব্রিজের আগে ঢাকা সিটি বাইপাসের রাস্তায় অটো থাকে যা জিন্দা পার্ক যায়। অথবা গুলিস্তান থেকে বাসে ডেমরা স্টাফ কোয়ার্টার এসে এখান থেকে লোকাল বা রিজার্ব সি এন জিতে জিন্দা পার্ক। যাত্রাবারি থেকে বাস বা লেগুনায় ডেমরা স্টাফ কোয়ার্টার তারপর লোকাল বা রিজার্ব সি এন জিতে জিন্দা পার্ক। চিটাগাং রোড থেকে লেগুনায় ডামরা স্টাফ কোয়ার্টার তারপর  লোকাল বা রিজার্ব সি এন জিতে জিন্দা পার্ক। অথবা চিটাগাং রোড বা কাচপুর থেকে বাসে ভুলতা গাউসিয়া ওখান থেকে বাসে বা সি এন জিতে কাঞ্চন ব্রিজ তারপর অটোতে জিন্দাপার্ক।

জিন্দাপার্কের খরচ

লোকাল গারিতে গেলে আর সাধারণ খাবার খেলে জন প্রতি খরচ সর্বোচ্চ 500 টাকা। তাছাড়া ইদের ছুটি ও অন্যান্য ছুটির সময় প্রবেশ মূল্য বরদের 150 টাকা, অন্যান্য সময়ে ১০০ টাকা, 5 বছরের কম বয়সিদের জন্য 50 টাকা। 

গাড়ির ভেদে পার্কিং খরচ 50 থেকে ১০০ টাকা। 

খাবার খরচ পেকেজ ২৭০ টাকা থেকে ৭৮০ টাকা পর্যন্ত।

পিকনিক বা একসাথে অনেক দর্শনার্থি যেতে চাইলে সেক্ষেত্রে কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন – 

01716 260908

01715 025083

01721 266610

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *