মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) মুন্সিগঞ্জ

বেস্ত জীবনের ক্লান্তি দূর করতে কত যায়গায় ই না ঘুরতে যায় মানুষ। উদ্দেশ্য থাকে ক্লাতি ভুলে একটু প্রশান্তি যেন পাওয়া যায়। কিন্তু সবসময়তো আর দূরে কোথাও যাওয়ার সময় হয়ে উঠেনা। তাই অনেকেই একদিনে ঘুরে আসাযায় এমন জায়গায় যেতে চান। তাদের কথা মাথায় রেখেই ঢাকার কাছে মুন্সিগঞ্জে তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানা বে ওয়াটার পার্ক। এটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়ায় অবস্থিত। এশিয়ার ৩য় বৃহত্তম এই ওয়াটার পার্ক এর আয়তন ৬০ হাজার স্কয়ার মিটার।

মানা বে ওয়াটার পার্কে উপভোগ্য বিষয় 

এখানে আসলে আপনার মনে হবে বাংলাদেশে নয় বরং ইউরোপের কোন দেশে এসেছেন। সব বয়েসের দর্শ্নার্থীদের কথা মাথায় রেখে নানান রকম রাইড দিয়ে তৈরি করা হয়েছে মানা বে। এখানে রয়েছে ৩ টি ওয়াটার স্লাইড পুল, ১ টি ওয়েভ পুল, ফ্লোরাইডার ভাবল, কিত্রিম নদী ও বাচ্চাদের জন্য কিডজক্রেজ সহ আরো নানা রকম নান্দনিক সব স্থাপত্য। এছাড়াও এখানে কটেজ নির্মানের কাজ চলমান রয়েছে যা খুব শিগ্রই চালু হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

মানা বে ওয়াটার পার্ক যাওয়ার উপায়

ঢাকা থেকে মেঘনা ব্রিজ পার হয়ে ১৫ কিলোমিটার পর মুন্সিগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মানা বে এর অবস্থান। ঢাকার গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ী, চিটাগাং রোড এসব জায়গা থেকে দাউদকান্দি বা কুমিল্লাগামী বাসে করে যেতে পারেন মানা বে ওয়াটার পার্কে। 

চট্রগ্রামের দিক থেকে অর্থাৎ ফেনি, কুমিল্লা এসব জায়গা থেকে আসতে হলে ঢাকাগামী বাসে করে আসতে হবে। 

এছাড়া দেশের যেকোন প্রান্ত থেকে নিজস্ব বা রিজার্ব গারিতে করেও এখানে আসতে পারেন। এই কথা মাথায় রেখে এখানে প্রযাপ্ত পরিমান পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে।

মানা বে টিকেট এর মূল্য

অনেকের নিকট টিকেটের মূল্য বেশি মনে হতে পারে। তবে ভিতরে প্রবেশ করলে আপনার ই মনে হবে টিকেট এর মূল্য ঠিক আছে। কারণ বইরের দেশের মত প্রিমিয়াম ফিল পাবেন এখানে। 

বড়দের টিকেট মূল্য (উচ্চতা ৪ ফুটের উপরে) ৬ হাজার টাকা 

শিশুদের (৩ থেকে ৪ ফুট উচ্চতার) টিকেট মূল্য ৩ হাজার টাকা

৩ ফুটের নিচে এমন শিশুদের জন্য কোন টিকেট লাগবে না।

এই প্রবেশ টিকেট দিয়েই সারাদিন যতক্ষন ইচ্ছা যেকোন রাইড করতে পারবেন, আলাদা আর কোন টিকেট এর প্রয়োজন নেই।

মানা বে এর সময়সূচী

মানা বে ওয়াটার পার্ক শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সপ্তাহের বাকি দিন গুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

মানা বে এর টিকেট কোথায় পাবেন?

মানা বে ওয়াটার পার্কে গিয়ে টিকেট কেটে প্রবেশ করার সুবিধা রয়েছে। আথবা মানাবে এর গুলশান অফিস থেকেও অগ্রিম টিকেট করা যাবে।

তাছাড়া নাম, ফোন নাম্বার, ইমেইল দিয়ে মানা বে এর অফিসিয়াল ওয়েবসাইট www.mamabay.com থেকে অনলাইনে টিকেট করতে পারবেন। অনলাইনে টিকেটের পেমেন্ট করতে পারবেন বিকাশ, রকেট সহ বেশকিছু কার্ড ও অনলাইন বেংকিং এর মাধ্যমে। 

মানা বেতে কোথায় খাবেন?

মানা বে এর প্রবেশ টিকেটের সাথে খাবার অন্তরভুক্ত নয়। এখানে ৪ টি রেস্টূরেন্ট ও রয়েছে যেখানে নিজ খরচে খাবার খেতে হবে। 

যোগাযোগ

মানা বের ফোন নাম্বারঃ 09606-889999 

ইমেইলঃ info@manabay.com

ওয়েবসাইটঃ www.manabay.com

ফেসবুক পেইজঃ www.facebook.com/manabaybd

হেড অফিসঃ 14th Floor, Sanmar Tower-2, Gulshan 2, Dhaka 1212

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *