ছাদে বাগান করার কৃষি উপকরণ

ছাদে বাগান করার ইচ্ছা পোষণ করার পর আমাদের মাথায় আসে ছাদ বাগান করার কৃষি উপকরণ কি কি লাগবে? এর কোন সঠিক উত্তর না পেয়ে ইচ্ছা থাকা শর্তেও অনেকের ছাদ বাগান করার স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়। তাই আজ আপনাদের সামনে ছাদে বাগান করার কৃষি উপকরণ সমূহ নিয়ে আলোচনা করবো। ছাদে বাগান করার জন্য অনেক বেশী কৃষি উপকরণের প্রয়োজন হয় না। অল্প কিছু জিনিস দিয়েই আপনি করে ফেলতে পারবেন আপনার মনমতো একটি বাগান। তাহলে চলুন ছাদে বাগান করার কৃষি উপকরণ সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

মাটি

শক্ত মাটি নির্বাচন করা হলে, পানির অভাবে মাটি শুকিয়ে গাছের ক্ষতি হতে পারে। তাই নরম মাটি নির্বাচন করতে হবে। এজন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো। এসব মাটি পানির অভাবে খুব শক্ত হয় না। আপনার আশে পাশের কোন নার্সারিতে খোজ নিলেই মাটি কিনে নিতে পারবেন। প্রথমে কয়েক বস্তা মাটি কিনে শুরু করতে পারেন ছাদ বাগান।

রাসায়নিক সার

ছাদ বাগানে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার যেমন টিএসপি এবং এমওপি ব্যবহার করা হয়। তবে সার প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে, মাত্রাতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। খুব বেশী অভিজ্ঞতা না থাকলে এবং কৃষি কর্মকর্তার পরামর্শ ছাড়া ইউরিয়া সার ব্যবহার না করাই উত্তম।

জৈব সার

বিভিন্ন ধরনের আবর্জনা,  খড়কুটা, গোবর, গাছের লতাপাতা পচিয়ে যে সার তৈরী করা হয় তাকে জৈব সার বলে। নিজে তৈরী করতে পারেন অথবা আশেপাশের নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন। জৈব সার গাছের জন্য খুব ই উপকারী।

গাছ লাগানোর পাত্র

ছাদে বাগান করার জন্য টব, ড্রাম, চৌবাচ্চা, স্থায়ী বেড ইত্যদিতে ছাদে গাছ লাগাতে পারেন। বাজারে পোড়ামাটি এবং প্লাস্টিকের টব পাওয়া যায়। এগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। যেমনঃ ১২/১৬/১৮ ইঞ্চি হয়। খুব সহযে বাজার অথবা নার্সারি থেকে টব সংগ্রহ করতে পারবেন। বাড়ির পুরাতন ড্রাম অথবা বাজার থেকেও ড্রাম সংগ্রহ করতে পারবেন। চৌবাচ্চা আর স্থায়ী বেড সহযে তৈরী করে নিতে হবে।

স্পেয়াজ

বাগানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারে। তখন গাছে কীটনাশক স্প্রে করার জন্য স্পেয়াজ এর প্রয়োজন হয়। তাই স্পেয়াজ আগে থেকে ব্যবস্থা করে রাখলে ভাল।

সিকেচার

গাছের ঢাল,  পাতা অথবা আগাছা ছাটাই করার জন্য সিকেচার ব্যবহৃত হয়।  সিকেচার দিয়ে গাছের ঢাল কাটা হলে খুবই মসৃণ ভাবে কাটা যায় এবং সিকেচার ব্যবহারে ডাইব্যাক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়।

নিড়ানি

ছাদ বাগানের অন্যতম প্রধান উপকরন হচ্ছে এই নিড়ানি। মাটি খুটিয়ে খুটিয়ে আলগা করার কাজে নিড়ানি ব্যবহার করা হয়। টব, ড্রাম, চৌবাচ্চার মাটি মাঝে মাঝে আলগা করার প্রয়োজন পড়ে। তখন নিড়ানি ব্যবহার করা হয়। 

কীটনাশক

গাছকে পোকামাকড় এর আক্রমণ এবং বিভিন্ন রোগজীবাণু থেকে মুক্ত রাখতে মাত্রা অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে। এসব কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায়।

ঝর্ণা

গাছের গোড়ায় মাত্রাতিরিক্ত পানি পড়লে মাটি সরে যেতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে। এই সমস্যা থেকে পরিত্রান পেতে আপনাকে ঝর্ণা ব্যবহার করতে হবে৷ ঝর্ণা দিয়ে পানি দিলে এরকম ক্ষতির সম্ভাবনা থাকে না। বাজারে ঝর্ণা কিনতে পাওয়া যায়। অথবা আপনি চাইলেই একটি বড় গ্যালন দিয়ে ঝর্ণা বানিয়ে নিতে পারেন।

পাইপ

বাগানে কম সময়ে অধিক গাছে পানি দেওয়ার একটি কার্যকরী উপায় হচ্ছে পাইপ। পানির ট্যাবের সাথে পাইপ লাগিয়ে পুরী বাগানে খুব সহজে পানি দিতে পারবেন। সকলের বাসায় পাইও থাকে, না থাকলেও বাজারে কিনতে পাওয়া যায়।

উপরিউক্ত কৃষি উপকরণ গুলো সংগ্রহের মাধ্যমে আপনি ও সুন্দর ভাবে করে ফেলতে পারেন একটি ছাদ বাগান।

আরো পরুনঃ ছাদে বাগান করার উপকারিতা

ছাদ বাগান করার সহজ পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *