গোলাপ গ্রাম

আপনি কাজ করতে করতে বোর হয়ে গেছেন রিফ্রেশ হতে চাচ্ছেন? কিংবা পরিবার বা বন্ধুদের নিয়ে সুন্দর কোন জায়গায় গিয়ে প্রফুল্ল হতে চাচ্ছেন বা মনকে প্রশান্ত করতে চাচ্ছেন? আপনার অবস্থান যদি ঢাকা হয় তাহলে গোলাপগ্রাম হতে পারে তার জন্য আদর্শ জায়গা। এই গ্রামের পরিবেশ আর রাস্তার দুপাশের বিস্তির্ন নানা রকমের গোলাপ বাগান আপনাকে নিশ্চিত বিমোহিত করবে। গোলাপ গ্রাম হিসাবে পরিচিত হলেও এখানে জারভারা, গ্লাডিওলাস এবং রজনীগন্ধা ফুলের চাষও করা হয়। গোলাপ গ্রামের অবস্থান সাভার এর বিরুলিয়া ইউনিয়ন এর অন্তর্গত সাদুল্লাহপুর গ্রামে। তুরাগ নদীর তির ঘেষা সাদুল্লাহপুর গ্রামটি ই গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। 

গোলাপ গ্রাম কখন যাবেন?

মুলত শীত কালে সবচেয়ে বেশি ফুল ফুটে এবং গাছ ও ফুল দুইটাই এই সময় বেশ সতেজ থাকে। তাছাড়া সারাবছরই কম বেশি ফুল ফুটে থাকে। 

গোলাপ গ্রামে কোথায় খাবেন?

এটি আসলে সেরকম কোন টুরিস্ট স্পট না, সাধারণ একটি গ্রাম তাই এখানে আপনি খুব ভাল মানের কোন হোটেল বা রেস্তোরা পাবেন না। তবে সাদুল্লাপুর ঘাটে একটি সাধারণ মানের খাবার হোটেল আছে। সাহদুল্লাপুর ঘাটে বট গাছের নিচে বসে চা-নাস্তা খেতে পারবেন। একসাথে অনেক লোক গেলে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমান খাবার নাও পেতে পারেন, তাই অনেক লোক যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকে হোটেল ওয়ালাকে বলে রাখতে পারলে ভাল। ফুল বিক্রির হাটে ঢুকার পথে ডানপাশে এক দোকানে পিয়াজু পুরি, সিঙ্গারা ইত্যাদি বানায় চাইলে খেতে পারবেন।

সবচেয়ে ভাল হয় ঢাকা থেকেই যদি খাবার-পানীয় নিয়ে যাওয়া যায়।

গোলাপ গ্রাম কিভাবে যাবেন?

গোলাপ গ্রামে একেক যায়গা থেকে একেকভাবে যাওয়া যায় কোথা থেকে কিভাবে যাবেন তা নিচে দেয়া হল।

রুট প্লান ১

উত্তরা হাউজ বিল্ডিং এর নর্থ টাওয়ারের কাছ থেকে লেগুনা আসে তাতে করে সোনারগাঁ জনপথ রোড ধরে দিয়াবাড়ি আসতে হবে। একটু সামনে গেলেই মেইনরোডে যেকোন গাড়িতে করে বিরুলিয়া ব্রিজ আসবেন। এখান থেকে অটোতে করে চলে আসতে পারবেন সাদুল্লাহপুর বা গোলাপগ্রাম ভাড়া নিবে ২০-৩০ টাকা। আর যদি চান নৌকা ভ্রমনের স্বাদ নিতে তাহলে বিরুলিয়া ব্রিজ থেকে নৌকায় যেতে পারেন গোলাপ গ্রামে। অথবা আশেপাশের যেকোন যায়গা থেকে উবার-পাঠাও বা সি এন জি নিয়ে বিরুলিয়া ব্রিজ এসে ওখান থেকে উল্লেক্ষিত উপায়ে আসতে পারবেন।

রুট প্ল্যান

চিটাগাং রোড, যাত্রাবাড়ী, গুলিস্তান, সাহবাগ, ধানমন্ডী, ফার্মগেট এসব জায়গা থেকে মিরপুর বেড়িবাঁধ আসার অনেক বাস পাওয়া যায়। মিরপুর বেরিবাধ নেমে যাকাউকে জিঙ্গেস করলেই দিয়াবাড়ী ঘাট দেখিয়ে দিবে। এখান থেকে কিছুক্ষন পর পর বিভিন্ন ধরনের নৌকা সাদুল্লাহপুর বা গোলাপ গ্রামের উদেশ্যে ছেরে যায়। লোকাল ভাড়া জনপ্রতি ২৫-৩০ টাকা।  

অথবা যেকোন যায়গা থেকে উবার-পাঠাও বা সি এন জি নিয়ে দিয়াবাড়ি ঘাট এসে উল্লেক্ষিত উপায়ে পৌছাতে পারেন।

বিশেষ নোটঃ
সন্ধ্যা ৬ টার পর এখানে নৌকা চলাচল বন্ধ হয়ে  যায় তাই যারাই যাবেন নৌকায় ফিরতে চাইলে সন্ধ্যা ৬ টার আগেই নৌকা ঘাটে আসতে হবে। তাছাড়া সড়কপথেও এর বেশি দেরি করা উচিত নয়। অন্যথায় গারি পেতে সমস্যা হতে পারে।

আরো পড়ুনঃ 
ঢকা সিটিতে ৫ টি বেরানোর জায়গা
মুড়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ
জিন্দাপার্ক রুপগঞ্জ-নারায়নগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *