ডীজিটাল মার্কেটিং এর এই যুগে দিন দিন গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং ও বিপণনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই গ্রাফিক্স ডিজাইন ও ডিজাইনার এর চাহিদা দিন দিন বেরেই চলেছে। তাই তৈরি হয়েছে বিশাল একটি কাজের ক্ষেত্র।
ফ্রিল্যান্স আউটসোর্সিং আল্টিমেট গাইডলাইন এর পার্ট ৩ তে আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন কি | কিভাবে শিখবেন ও কাজের ক্ষেত্র নিয়ে।
গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক্স ডিজাইন এর বাংলা অর্থ চিত্র শিল্প বা অংকন শিল্প। আর এই চিত্র শিল্পিদের বাংলায় বলা হয় গ্রাফিক্স ডিজাইনার। সাধারনত চিত্রশিল্পিরা রংতুলি আর কেনভাসে বা অন্যান্য জিনিস দিয়ে চিত্র তৈরি করে। কিন্ত গ্রাফিক্স ডিজাইনার রা কম্পিউটার বা লেপটপে বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে তাদের চিত্রকর্ম তৈর করেন। বর্তমান সময়ে প্রায় সব কিছুর সাথেই গ্রাফিক্স ডিজাইন জড়িত। যেমন প্রায় সব পণ্য বা পণ্যের মোড়ক বানানোর আগে তৈরি করা হয় তার চিত্র যেমন একটা চেয়ার কিংবা টেবিল, খাতা, কলম, বিস্কিট, মশলার প্যাকেট থেকে শুরু করে, এপার্ট্পেন্ট, গার্মেন্টস সামগ্রী সবকিছুতেই প্রয়োজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।
পেশা হিসেবে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা
আগেই বলেছি বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রতিনিয়ত বেরেই চলেছে। যেহেতু এখন প্রায় সকল ক্ষেত্রেই গ্রাফিক্যেল ইলিমেন্ট এর প্রয়োজন হয় তাই সেই অনুযায়ীতো কাজের সুযোগ ও তৈরি হচ্ছে তাই না। লোকাল বা দেশে কাজের পাশাপাশি এখন রয়েছে ফাইভার, আপওয়ার্ক, ৯৯ ডিজাইন সহ আরো অনেক মার্কেটপ্লেসের মাধ্যমে বিশ্বব্যাপি কাজ করার সুযোগ। এক্ষেত্রে আয়ের পরিমানও দেশের চেয়ে তুলনামূলক অনেক অনেক বেশি।
গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন?
গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল পেশা। এই কাজটি যে যত ভালভাবে করতে পারে তার চাহিদা তত বেশি। ক্লায়েন্ট বা কাস্টমারের চাহিদা যে যত বেশি সুন্দর করে ডিজাইনে ফুটিয়ে তুলতে পারে তার কাজের পরিমান তত বেশি। আর সেই দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন সঠিকভাবে কাজ শিখে প্রচুর পরিমানে চর্চা করা। এবং অন্যের ডিজাইন কপি না করে নিজেই নতুন নতুন ডিজাইন তৈরি করার চেস্টা করা।
অন্যঅ্যা দেশের তুলনায় আমাদের দেশে ইংরেজি জানা মানুষ এর পরিমান কম। তাই চাইলেও অনেকেই অন্যান্য ফ্রিল্যান্সিং কাজ শিখতে বা করতে পারেন না। গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য তেমন বেশি ইংরেজী জানার দরকার হয়না। আর এ কারণে আমাদের দেশে অন্যান্য কাজের তুলনায় গ্রাফিক্স ডিজাইন শিখা ও করার পরিমান বেশি।
আপনি যদি গ্রফিক্স ডিজাইন এর কিছুই না জানেন তাহলে আপনার উচিত আগে ইউটীউব এ সার্চ করে করে বেসিক জিনিসগুলো আগে শিখে নেয়া। সে ক্ষেত্রে চেস্টা করবেন কোন চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন শিখার স্টেপ বাই স্টেপ ভিডিও আছে এমন চেনেলের ভিডিও দেখার। তারপর কম্পিউটার বা লেপটপে গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার ইনস্টল করে সফটওয়্যারের টুলসগুলো সম্পর্কে জেনে নিয়ে ডিজাইন তৈরি করার চেস্টা করা।
গ্রাফিক্স ডিজাইনের বেসিক বিষয়গুলো শিখা হয়ে গেলে ভালভাবে শিখার জন্য ভাল কোন ইনিস্টিটিউট বা কারো কাছ থেকে শিখতে পারেন। লোকাল মার্কেট ছাড়াও অনলাইন মার্কেটপ্লেসে কাজ করেন এমন কারো কাছথেকে শিখার চেস্টা করবেন, তাহলে আপনিও পরবর্তিতে কিভাবে মার্কেটপ্লেস থেকে কাজ নিতে হয় তা শিখে নিতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনার এর কাজের ক্ষেত্র?
গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র হিসেবে রয়েছে ব্যানার ডিজাইন, পোষ্টার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া কভার ফটো ডিজাইন, টেলিভিশন কমার্শিয়াল ডিজাইন, জার্নাল এর বিভিন্ন ছবি স্টেটিস্টিক্স ডিজাইন, কর্পোরেট রিপোর্টস ডিজাইন, প্রমোশনাল ডিসপ্লে ডিজাইন, মার্কেটিং ব্রোশিউর ডিজাইন, সংবাদপত্রের বিভিন্ন ছবি ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন ছারাও আরো অনেক কিছু।
অথপর বলা যায় গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হতে পারলে কাজের ক্ষেত্র অপরিসীম। বিশেষ করে যারা আকাআকি করতে পছন্দ করেন তারা এই সেক্টরে কাজ করে বেশি মজা পাবেন, কাজের চাপ থাকলে বিরক্ত বোধ হবেনা।
যারা গ্রাফিক্স ডিজাইন শিখবেন কি শিখবেন না, শিখে কাজ পাবেন কিনা দ্বিধা দ্বন্দ্বে ছিলেন আশাকরি আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। তাই আর দেরই না করে শিখার প্রতি মনযোগী হন। আপনাদের সফলতা কামনা করছি।
আরো কিছু জানার থাকলে কমেন্ট এ জানাতে পারেন।
ফ্রিল্যান্স আউটসোর্সিং স্মার্ট ক্যারিয়ার | আল্টিমেট গাইডলাইন পার্ট ১
অনলাইনে আয়ের সেরা ১০ উপায় | ফ্রিল্যান্স আউটসোর্সিং আল্টিমেট গাইডলাইন পার্ট ২
খুবই সুন্দর করে বিষয় গুলো বর্ণনা করেছেন এই পোস্ট এর মাধ্যমে। এই পোস্ট পড়ার পর অনেক বিসয় জানতে পেরেছি খুবি উপকারি পোস্ট ।সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করেছান। আমার অনেক ভাল লেগেছে।