ছাদ বাগানের টবের মাটি তৈরির পদ্ধতি

ছাদ বাগান করবেন আর মাটির চিন্তা করবেন না এটা হতেই পারে না। ঠিক মতো মাটি তৈরী করতে পারলে কম পরিচর্চায় ও ভালো ফলন পাওয়া যায়। আর ঠিক মতো মাটি তৈরী না করতে পারলে যতই ভালো জাতের চারা লাগান না কেন, যতই পরিচর্চা করেন না কেন ভালো ফলন পাওয়া যাবে না। সেই হিসেবে ছাদ বাগানের জন্য মাটি তৈরীকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করা হয়। সঠিকভাবে মাটি তৈরীতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং সঠিকভাবে বেড়ে উঠবে। আমরা অনেকেই জানি না কীভাবে টবের মাটি তৈরী করতে হয়। তাই আজ ছাদ বাগানের টবের মাটি তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করবো। 

ছাদ বাগানের টবের জন্য কেমন মাটি নিতে হবে

টবে গাছ লাগানোর জন্য অবশ্যই দোআঁশ মাটি লাগবে। অন্য কোন মাটি হলে যেমন আপনার যদি শক্ত মাটি অর্থাৎ  যদি এটেল মাটি হয় তাহলে বালি মাটি মিশাতে হবে। আবার যদি বালি মাটি হয় তাহলে এতে এটেল মাটি মেশাতে হবে। এক কথায়, টবের জন্য মাটি ঝুর ঝুর হতে হবে। ঝুর ঝুর না থাকলে করে নিতে হবে।

ছাদ বাগানের টবের মাটিতে জৈব সার দেয়ার নিয়ম

টবের মাটিতে জৈব সার একটি অতি আবশ্যকীয় উপাদান। মাটি যেমনই হোক না কেন প্রচুর পরিমাণে জৈব সার মিশাতে হবে। স্বাভাবিক মাটির সাথে কমপক্ষে এক চতুর্থাংশ জৈব সার মেশাতে হবে। আর যদি এটেল বা বেলে মাটি হয় তাহলে জৈব সারের মাত্রা আরো বাড়াতে হবে। যদি অর্ধেক অর্ধেক  দেওয়া যায় তাহলে আরো ভালো হবে। জৈব সার নিজে তৈরী করে নিতে পারেন। শাকসবজির অংশ, গোবর, ময়লা আবর্জনা,  সবুজ লতা পাতা পঁচিয়ে জৈব সার তৈরী করে নিতে পারেন।

ছাদ বাগানের টবের মাটিতে অন্যান্য সার ও কীটনাশক দেয়ার নিয়ম

চৌবাচ্চা, হাফ ড্রাম ও স্থায়ী বেড পদ্ধতিতে প্রতি ১২০ – ১৫০ কেজি মাটির জন্য ৪০-৫০ কেজি জৈব সার, ১৩০-১৫০ গ্রাম টিএসপি সার, ৮০-১০০ গ্রাম পটাশ, ৪০-৫০ গ্রাম জিপসাম, ১০-১৫ গ্রাম বোরণ এবং দস্তা সার ভালোভাবে মিশ্রণ করে ১২-১৫ দিন  ঢেকে রাখতে হবে। তারপর আবার সেগুলো ভালোভাবে মিশিয়ে নির্দিষ্ট পাত্রে দিয়ে চারা রোপণ করতে হবে।

একই সাথে উপরিউক্ত মিশ্রণের সাথে ১০ গ্রাম দানাদার কীটনাশক,  এবং ছত্রাকনাশক মিশিয়ে দিতে হবে৷ এতে করে মাটি শোধনের কাজ টি সম্পন্ন হয়ে যাবে এবং কৃমি ও ছত্রাক দমন করা সম্ভব হবে। তবে দানাদার কীটনাশক এর পরিবর্তে জৈব কীটনাশক বায়োডার্মা সলিড ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে বায়োডার্মা জৈব সারের সাথে মিশিয়ে ২ সপ্তাহ রেখে দিতে হবে তারপর ব্যবহার করা যাবে।

এভাবে খুব সহজেই মাটি তৈরী করে গাছের সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারেন। আর যদি এগুলো সম্ভব না হয় তাহলে শুধুমাত্র জৈব সার মিশিয়েই চারা রোপণ করতে পারেন তবে সেক্ষেত্রে সময়মতো প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে।

ছাদবাগান বিষয়ে আরো পোস্ট পরুনঃ

ছাদে বাগান করার উপকারিতা

ছাদ বাগান করার সহজ পদ্ধতি

ছাদে বাগান করার কৃষি উপকরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *