নয়নতারা গাছের উপকারিতা, রোপণ ও পরিচর্যা 

নয়নতারা অতি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ ও ফুল গাছ। এর বৈজ্ঞানিক নাম Catharanthus roseus। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমানে নয়ন তারা ফুল গাছ দেখা যায়। প্রায় সকল বাগানির বাগানে নয়ন তারা গাছ দেখা যায়। পাঁচ পাপড়ির ফুল ও তিন প্রকার রঙ্গের (গোলাপী, সাদা, হালকা গোলাপী) ফুল গাছটি সবার পছন্দের একটি গাছ। অধিক পরিমানে ফুল হওয়া এই নয়নতারা গাছটি সাধারনত ২/৩ ফুট লম্বা হয়ে গোল হয়ে ছড়িয়ে পরে যা দেখতে খুবী সুন্দর লাগে।

নয়নতারা গাছ বর্ষজীবী হলেও বেশকয়েক বছর বেঁচে থাকতেও দেখা যায়। সারা বছর ধরেই নয়ন তারা ফুল ফুটতে দেখা যায়।

বাগানের সোন্দর্য বৃদ্ধির জন্য আমরা নয়নতারা গাছ রোপণ করে থাকলেও এ গাছের অনেক ঔষধি গুনাগুণ রয়েছে। এই পোস্ট এ আমরা আলোচনা করব নয়নতারা গাছের উপকারিতা, রোপণ ও পরিচর্যা বিষয়ে।

কৃমির জন্য অনেক উপকারি  নয়নতারা

কৃমির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য নয়নতারার ফুল, মুল ও পাতা খুব কার্যকরী। সেক্ষেত্রে নয়নতারা ফুলের ২টি পাপড়ি রাতে ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে তা চুলোয় জাল দিয়ে আধা কাপ করে নিন। এই আধা কাপ রস আপনি সকালে ও রাতে সেবন করুন। এইভাবে ৭ থেকে ১০ দিন সেবন করলে ভালো উপকার পাবেন আশা করা যায়।

ডায়বেটিস রোগের জন্য নয়ন তারা

বর্তমানে ডায়বেটিস রোগটি মহামারী আকার ধারণ করেছে। ডায়বেটিস রোগের জন্য নয়ন তারা গাছের ফুল, ফল অনেক উপকারী। উপরোল্লেখিত উপায়ে সেবন করলে ভালো উপকার পাবেন আশা করা যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে নয়ন তারা

(Hypertension/High Blood Pressure) রক্তচাপ বৃদ্ধিতে নয়নতারার জাল দিয়ে তার রস সেবনে রক্তের চাপ হ্রাস পায়। ৮/১০ দিন ব্যবহারের পর রক্তচাপ মেপে দেখা উচিত। রক্তচাপের হ্রাসের অবস্থা অনুযায়ী ভেষজটির ব্যবহারের সময় ও মাত্রা ঠিক করা দরকার। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

নয়নতারার আরো কিছু গুনাগুন

মেধা বিকাশের জন্য নয়নতারা গাছ খুবী উপকারী।

ঋতুস্রাব এর বিভিন্ন সমস্যার জন্য নয়নতারা গাছ অত্যন্ত উপকারী।

বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ে যন্ত্রনা কমায় নয়ন তারা।

বাতের বেথার জন্যও নয়নতারা গাছ খুবই কার্যকরি।

বিভিন্ন চর্মরোগের জন্য অনেক উপকারী নয়নতারা। এজন্য নয়নতারার পাতার রসদিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত খুব দ্রুত সেরে যায়।

বিশেষ সতর্কতাঃ- নিন্মক্ত ব্যবহার বিধি গুলি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

নয়নতারা গাছ রোপণ ও পরিচর্যা

নয়নতারা গাছ বাসাবাড়ির উঠোনে, ছাদে বা বেল্কনিতে যেকোনো স্থানেই ভালো হয়। বিশেষ কোন পরিচর্যা ছাড়াই নয়নতারা গাছ টিকে থাকে সারা বছর।

নয়নতারা ফুল গাছ গরম কালের একটি গাছ। গরমের সময় গাছে প্রতিদিনই ফুলে ভরা থাকে। এইজন্য উচিৎ নয়নতারা গরমকালেই প্রতিস্থাপন করা। 

কিভাবে টবে নয়নতারা প্রতিস্থাপন করবেন

নয়নতারা গাছের জন্য সর্ব নিন্ম ১০ ইঞ্চির টব নির্বাচন করা উচিৎ। আমরা জানি যে টবে গাছ রোপণ করলে টবের মাটির পানি নিষ্কাশনের ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হয়। নয়নতারার ক্ষেত্রেও একই কথা। তাই টবের পানি ভালভাবে নিষ্কাশনের জন্য যথেষ্ট পরিমান ফুটো রাখতে হবে।

নয়নতারার জন্য কিভাবে মাটি প্রস্তুত করবেন? 

মাটি ৬০%, জৈব বা কম্পোস্ট ৩০% এবং বালু বা কোকো পিট ৩০% এই নিয়মে নিলে ভালো হবে।

মাটির মিশ্রণ তৈরি হলে টবের ফুটো গুলতে ইট বা চারা দিয়ে মাটি দিয়ে ভরাট করতে হবে। সেক্ষেত্রে টবটি উপরে ১ ইঞ্চি খালি রেখে মাটি ভরাট করতে হবে। 

তারপর চাড়া রোপণ করে পানি দিয়ে দিতে হবে। গাছের টবটি ভালো রোদ পায় এমন স্থানে রাখতে হবে।

বিঃ দ্রঃ যেকোনো চাড়া রোপণের ক্ষেত্রে বিকেলে রোপণ করা ভালো।

আর পড়ুনঃ
টবে কামিনী ফুলের চাষ
টবে শিউলি ফুল চাষ
টবে কৃষ্ণচূড়া ফুল চাষ
ছাদে বাগান করার উপকারিতা
ছাদ বাগান করার সহজ পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *