ডায়াবেটিস গাছ, শুনতে একটু আজীব শুনা যাচ্ছে না? আসলে যে গাছটি বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস গাছ নামে পরিচিতি লাভ করেছে এটার প্রকৃত নাম গাইনূরা প্রোকাম্বেন্স গাছ Gynura procumbens। গাইনূরা প্রোকাম্বেন্স একটি ঔষধি গুণসম্পন্ন গাছ।
কোলেস্টেরল, প্রেশার ও ডায়াবেটিস এর মত রোগ গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই ডায়াবেটিস গাছ অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে গাছটি নতুন হলেও সারা পৃথিবীতে এটি অনেক জনপ্রিয় একটি ঔষধি গাছ। এর আগে সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, আমেরিকা, দুবাই, ইন্ডিয়া, থাইল্যান্ড সহ আরো অনেক দেশে এর ব্যাপক ব্যাবহার ও চাষাবাদ দেখতে পাই।
ডায়াবেটিস গাছের উপকারিতা
ডায়াবেটিস গাছের নানাবিধ উপকার বিজ্ঞদের কাছথেকে শোনা যায়। তবে আমাদের দেশের মানুষ সাধারণত সুগার এবং কোলস্টেরল নিয়ন্ত্রণের জন্যই সেবন করে থাকে। তাছাড়া এই গাছের পাতা এবং পাতার রস নিয়মিত সেবন করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ কিডনি ও লিভার সুস্থ থাকে।
একজন সুস্থ মানুষ প্রতিদিন এটি সেবন করলে তার কখনও ডায়াবেটিস, প্রেশার বা কোলেস্টেরল হবে না ইনশাআল্লাহ।
ডায়াবেটিস গাছের ব্যবহার ও সেবনবিধি
ডায়াবেটিস রোগীরা এ গাছের পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন। সেক্ষেত্রে রসের জন্য ২টি পাতা নেয়া যেতে পারে। ইনসুলিন ব্যবহারকারী রোগী একই নিয়মে রাতেও সেবন করতে পারেন।
যাদের প্রেশার এবং কোলস্টেরল আছে তারাও একই নিয়মে সেবন করতে পারেন। আবার যাদের গ্যাস্ট্রিক আছে তারা একই নিয়মে রাতেও সেবন করতে পারেন।
এখন কথা হচ্ছে এই গাছ বা গাছে পাতা সব সময় সব জায়গায় পাবেন না বা কিনতেও পাবেন না।
সেক্ষেত্রে কি করণীয়। আমাদের পরামর্শ হচ্ছে এই ডায়াবেটিস গাছটি সবাই সবার বাড়ীতে যে যেখানে পারা যায় সেখানেই রোপণ করে রাখা।
তারপর আবার প্রস্ন আসতে পারে কোথায় রোপণ করবো, বিভাবে রোপণ করবো, কতদিন এই গাছ বাঁচবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি শুধুমাত্র বারান্দার টবেই ২৫ বছর টিকিয়ে রাখা সম্ভব।
ডায়াবেটিস গাছ রোপণ পদ্ধতি
ডায়াবেটিস গাছ খুব অল্প পরিচর্যায় যে কোন পরিবেশে টিকে থাকতে পারে। ডায়াবেটিস গাছ আপনি বাড়ীর উঠোন বা বারান্দার টবে রোপণ করতে পারেন।
টবে রোপণের ক্ষেত্রে মিনিমাম ১০ থেকে ১২ ইঞ্চির টব ব্যাবহার করতে হবে।
মাটি নির্বাচনের ক্ষেত্রে বেলে দোয়াশ মাটি এবং গোবর সার বা কম্পোস্ট বা কোকো পিট ব্যাবহার করতে হবে।
নিয়মিত ২ বেলা পানি প্রয়োগ করতে হবে। আর যেহেতু ডায়বেটিস গাছের পাতা বা পাতার রস সেবন করবেন ক্ষেত্রে ২, ১ দিন পর পর গাছের পাতায় স্প্রে করলে গাছ পরিস্কার থাকবে।
আরো পরুনঃ
টবে কাঠগোলাপ চাষ
টবে হাসনাহেনা ফুলের চাষ
টবে শিউলি ফুল চাষ
টবে কৃষ্ণচূড়া ফুল চাষ
টবে কামিনী ফুল এর চাষ
টবে জবা ফুলের চাষ