টবে কাঠগোলাপ চাষ

কাঠগোলাপ এর ইংরেজি নাম Frangipani. এই ফুলটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তন্মধ্যে গোলাইচ, গুলাচি, গোলকচাঁপা, গরুড়চাঁপা, চালতাগোলাপ অন্যতম।

কাঠগোলাপ ফুলটি বিভিন্ন রংয়ের হয়ে থাকে। কিছু কিছু প্রজাতির ফুল একদম দুধের মতো সাদা হয়। আবার কিছু কিছু প্রজাতির ফুলে সাদা পাপড়ির উপর হলুদ দাগ থাকে। আবার অনেক প্রজাতির ফুল দেখা যায় লালচে গোলাপি রংয়ের।  এই ফুলের পাঁচটি পাপড়ি থাকে। আজকে আমরা আলোচনা করব টবে কাঠগোলাপ চাষের পদ্ধতি নিয়ে।

কাঠগোলাপ কোথায় কখন ফুটে

দক্ষিন ভারত, মেক্সিকো, ভেনেজুয়েলা, মধ্য আমেরিকা ইত্যাদি অঞ্চলের স্থানীয় ফুল হচ্ছে কাঠগোলাপ। এছাড়া ওয়েষ্ট ইন্ডিজ, ব্রাজিল ও বাংলাদেশেও এই ফুলটি দেখা যায়। প্রায় সারা বছর এই ফুলটি ফুঁটে কিন্তু এই ফুলটি গ্রীষ্ম,  বর্ষা ও শরতে বেশী ফোটে।

কাঠগোলাপ এর ব্যবহার ও গুরুত্ব

বাগানে, বারান্দায় বা টবে লাগিয়ে সৌন্ধর্য বর্ধনের কাজে এই ফুল ব্যবহার করা হয়। এই ফুলের খুব সুন্দর সুভাষ যা চারপাশের মানুষ কে আকর্ষন করে।

টবে কাঠগোলাপ চাষের পদ্ধতি

টব নির্বাচন

কাঠগোলাপ ফুলের জন্য আকারে বড় টব হলে ভালো হবে। সহজ উপায়ে নার্সারি থেকে চারা সংগ্রহ করে তবে চাষ করতে পারেন অথবা ডাল সংগ্রহ করে টবে ডাল লাগালেও কাঠগোলাপ গাছ চাষ করা যায়।

মাটি নির্বাচন

প্রায় সব মাটিতে কাঠগোলাপ চাষ করা গেলেও দোঁ আশ মাটি উত্তম। দোঁ আশ মাটির সাথে কিছু বালি, কিছু গোবর সার অথবা কম্পোস্ট সার অথবা কেঁচো সার এবং এর সাথে পরিমান মতো সুপার ফসফেট মিশিয়ে নিয়ে মাটি তৈরী করতে হবে। টবের অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মাটি ঝুরঝুরে করে টবে ভরতে হবে।

সার প্রয়োগ

সুপার ফসফেট এই গাছের জন্য সবচেয়ে উপযোগী।  প্রতি দুই সপ্তাহ পর পর  এক থেকে দেড় চামচ করে সুপার ফসফেট প্রয়োগ করতে হবে। অথবা ইউরিয়া, হাড়গুড়া বা পটাশের মিশ্রন প্রয়োগেও ভালো ফলন পাওয়া যাবে।

পরিচর্যা

টবে নিয়মিত পানি দিতে হবে তবে যেন গোড়ায় সেই পানি জমা না হয়ে থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। সময়মত আগাছা পরিষ্কার করে দিতে হবে। মাটি স্যাতস্যাতে হলে টবে পানি দেওয়ার প্রয়োজন নাই। এই গাছ আলো বাতাসে পরিপূর্ণ বেড়ে উঠে তাই পর্যাপ্ত সূর্যের আলো পায় এমন স্থানে টব রাখতে হবে।

কীট ও দমন

কাঠগোলাপ গাছে মাঝে মাঝে সাদা রংয়ের  মাইটস হতে দেখা যায়। তখন মাইটস এর উপযুক্ত কীটনাশক নার্সারি থেকে সংগ্রহ করে স্প্রে করতে হবে।

আরো পরুনঃ
টবে বেলি ফুল চাষ এর পদ্ধতি
টবে জুঁই ফুল চাষ এর পদ্ধতি
টবে হাসনাহেনা ফুলের চাষ
টবে শিউলি ফুল চাষ
টবে কৃষ্ণচূড়া ফুল চাষ
টবে কামিনী ফুল এর চাষ
টবে জবা ফুলের চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *